ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

বাংলাদেশ

১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে প্রস্তুতি জোরদার

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আসন্ন ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচরে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ ঢাকা-৪ নং জোনের উদ্যোগে এক প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দেশের শীর্ষ আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দ।রবিবার সকালে কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত ঢাকা-৪ নং জোনের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বিশেষ অতিথি ছিলেন আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল।প্রধান অতিথি মাওলানা আব্দুল হামিদ বলেন, “হযরত হাফেজ্জী হুজুর রহ. এর এই মারকাজ থেকেই বাতিল মতবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে। আজও সেই চেতনার ধারাবাহিকতায় আমরা ঐক্যবদ্ধ।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।আগামী ১১ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এক বিশাল গণমিছিল বের করা হবে জানিয়ে তিনি নবীপ্রেমিক দেশবাসীকে ১১ নভেম্বরের গণমিছিল ও ১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, “খতমে নবুওয়াত বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অংশ। হযরত মুহাম্মাদ (সা.)-কে শেষ নবী হিসেবে অস্বীকারকারীরা স্পষ্ট কাফের। কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে; তাই তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।”তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে, ততদিন আন্দোলন চলবে। প্রয়োজনে রক্ত দিতে হলেও আমরা ঈমানি দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।”সম্মেলনে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা রশিদ আহমদ, মাওলানা শোয়ায়েব ইব্রাহিম, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আশিক উল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি শামসুদ্দিন বড়াইলি প্রমুখ।সব বক্তাই কাদিয়ানীদের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার করেন।

১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে প্রস্তুতি জোরদার