ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে পূজা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। নতুন বাংলাদেশে এ অপচেষ্টা আর সফল হবে না।

হিন্দু সম্প্রদায়কে আর রাজনৈতিক বলির শিকার হতে দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

হিন্দু সম্প্রদায়কে আর রাজনৈতিক বলির শিকার হতে দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, গত ১৫ বছরে রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায় বারবার বলির শিকার হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশে আর কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “রোববার থেকে আমাদের হিন্দু ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। অতীতে ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে সমাজে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা হয়েছিল।”

তিনি অভিযোগ করেন, শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, যার ফলে উৎসবের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে বিদায় জানাতে বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না।”

তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।

পাশাপাশি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “সকল নাগরিক ও সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহযোগিতা করুন। সম্প্রীতিই আমাদের শক্তি। আসুন, আমরা একসাথে প্রমাণ করি— নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ।”

বিষয় : রাজনীতি দুর্গাপূজা উৎসব সাম্প্রদায়িক_সম্প্রীতি এনসিপি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


হিন্দু সম্প্রদায়কে আর রাজনৈতিক বলির শিকার হতে দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, গত ১৫ বছরে রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায় বারবার বলির শিকার হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশে আর কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “রোববার থেকে আমাদের হিন্দু ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। অতীতে ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে সমাজে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা হয়েছিল।”

তিনি অভিযোগ করেন, শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, যার ফলে উৎসবের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে বিদায় জানাতে বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না।”

তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।

পাশাপাশি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “সকল নাগরিক ও সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহযোগিতা করুন। সম্প্রীতিই আমাদের শক্তি। আসুন, আমরা একসাথে প্রমাণ করি— নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ।”


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত