ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

গাজায় দুই বছরের গণহত্যার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী বর্জন আন্দোলনের চাপের মুখে রিবকের সিদ্ধান্ত

বিশ্বব্যাপী বয়কটের চাপের মুখে ইসরায়েলকে জার্সি থেকে লোগো সরাতে বলল রিবক


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী বয়কটের চাপের মুখে ইসরায়েলকে জার্সি থেকে লোগো সরাতে বলল রিবক

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও আন্তর্জাতিক চাপের মুখে ক্রীড়া জগতে আরেকটি প্রতীকী ধাক্কা এসেছে। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রিবক ইসরায়েলি ফুটবল দলের জার্সি থেকে তাদের লোগো সরিয়ে নিতে বলেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা জানায়, রিবকের অনুরোধে জাতীয় ফুটবল দলের জার্সি থেকে কোম্পানির লোগো সরানো হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ ইসরায়েলি ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বিষয়টিকে ‘বহিরাগত চাপের কাছে নতি স্বীকার’ হিসেবে দেখছে এবং প্রয়োজনে রিবকের বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে।


ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, রিবক তাদের স্থানীয় আমদানিকারককে সরাসরি নির্দেশ দিয়েছে জার্সি থেকে লোগো মুছে ফেলতে। ফেডারেশনের দাবি, তাদের সঙ্গে রিবকের কোনো সরাসরি চুক্তি ছিল না; বরং স্থানীয় এক সরবরাহকারীর মাধ্যমে স্পনসরশিপ আসে।

গত ১৯ আগস্ট নতুন জার্সি উন্মোচন করে ইসরায়েল, যা প্রথমবার ব্যবহৃত হয় ৫ সেপ্টেম্বর মলদোভার বিপক্ষে ম্যাচে। কিন্তু গাজায় চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বর্জন ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে ইতালির প্রধান পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করা হয়েছে এবং কয়েকটি ইউরোপীয় দেশ ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করেছে।


জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। এছাড়া খাদ্য সংকট ও দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে শত শত শিশু।

বিশ্লেষকদের মতে, রিবকের এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক পদক্ষেপ নয়, বরং বিশ্ব ক্রীড়া ও অর্থনীতিতেও ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান অনাস্থার প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


বিশ্বব্যাপী বয়কটের চাপের মুখে ইসরায়েলকে জার্সি থেকে লোগো সরাতে বলল রিবক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও আন্তর্জাতিক চাপের মুখে ক্রীড়া জগতে আরেকটি প্রতীকী ধাক্কা এসেছে। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রিবক ইসরায়েলি ফুটবল দলের জার্সি থেকে তাদের লোগো সরিয়ে নিতে বলেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা জানায়, রিবকের অনুরোধে জাতীয় ফুটবল দলের জার্সি থেকে কোম্পানির লোগো সরানো হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ ইসরায়েলি ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বিষয়টিকে ‘বহিরাগত চাপের কাছে নতি স্বীকার’ হিসেবে দেখছে এবং প্রয়োজনে রিবকের বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে।


ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, রিবক তাদের স্থানীয় আমদানিকারককে সরাসরি নির্দেশ দিয়েছে জার্সি থেকে লোগো মুছে ফেলতে। ফেডারেশনের দাবি, তাদের সঙ্গে রিবকের কোনো সরাসরি চুক্তি ছিল না; বরং স্থানীয় এক সরবরাহকারীর মাধ্যমে স্পনসরশিপ আসে।

গত ১৯ আগস্ট নতুন জার্সি উন্মোচন করে ইসরায়েল, যা প্রথমবার ব্যবহৃত হয় ৫ সেপ্টেম্বর মলদোভার বিপক্ষে ম্যাচে। কিন্তু গাজায় চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বর্জন ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে ইতালির প্রধান পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করা হয়েছে এবং কয়েকটি ইউরোপীয় দেশ ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করেছে।


জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। এছাড়া খাদ্য সংকট ও দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে শত শত শিশু।

বিশ্লেষকদের মতে, রিবকের এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক পদক্ষেপ নয়, বরং বিশ্ব ক্রীড়া ও অর্থনীতিতেও ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান অনাস্থার প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত