ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন: দুজন গ্রেপ্তার, প্রধান অভিযুক্ত পলাতক


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন: দুজন গ্রেপ্তার, প্রধান অভিযুক্ত পলাতক

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত নাশকতার ইঙ্গিত পাওয়া গেছে।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে আল হেলাল হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘পিচ্চি পিন্টু’ ও তাঁর সহযোগীরা দায়ী। গ্রুপটি দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় নেছার উদ্দিন ও তার তিন-চারজন সশস্ত্র সহযোগী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক ও সহকারীকে মারধর করা হয়।

গ্রেপ্তৃতরা হলেন—

  • নেছার উদ্দিন

  • জাহিদুর রহমান দীপু

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে তাদেরকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চক্রের প্রধান ‘পিচ্চি পিন্টু’ এখনও পলাতক এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।

কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাসে আগুন ও গুলি চালানোর ঘটনায় পরিবহন কর্তৃপক্ষ জ্বালাও-পোড়াও আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে, পিচ্চি পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপ মোহাম্মদপুর থেকে নিয়ন্ত্রিত হয়ে মিরপুর এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছে, যা এই নাশকতার মূল উদ্দেশ্য ছিল।

বিষয় : চাঁদাবাজি সন্ত্রাসী ঘটনা গ্রেপ্তার পরিবহন আগুন মিরপুর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন: দুজন গ্রেপ্তার, প্রধান অভিযুক্ত পলাতক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত নাশকতার ইঙ্গিত পাওয়া গেছে।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে আল হেলাল হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘পিচ্চি পিন্টু’ ও তাঁর সহযোগীরা দায়ী। গ্রুপটি দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় নেছার উদ্দিন ও তার তিন-চারজন সশস্ত্র সহযোগী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক ও সহকারীকে মারধর করা হয়।

গ্রেপ্তৃতরা হলেন—

  • নেছার উদ্দিন

  • জাহিদুর রহমান দীপু

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে তাদেরকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চক্রের প্রধান ‘পিচ্চি পিন্টু’ এখনও পলাতক এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।

কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাসে আগুন ও গুলি চালানোর ঘটনায় পরিবহন কর্তৃপক্ষ জ্বালাও-পোড়াও আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে, পিচ্চি পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপ মোহাম্মদপুর থেকে নিয়ন্ত্রিত হয়ে মিরপুর এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছে, যা এই নাশকতার মূল উদ্দেশ্য ছিল।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত