
বৃটেনের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী মুসলিম সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর ২০২৫–২০২৭ সেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের মুসলিম সেন্টারে। সদস্যদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। সোমবার এমসিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রবিবার (৫ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর দ্বিবার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য, উপদেষ্টা, এবং প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধিবেশন। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দারস পেশ করেন উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ আব্দুল কাইয়ুম। উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার হামিদ আজাদ বলেন, “আমরা মুসলিম হিসেবে মানবতার কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমসিএ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে।” তিনি বিশ্ব মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ফিলিস্তিনে চলমান মানবিক সংকট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শায়খ আব্দুল কাইয়ুম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী সংগঠনে নেতৃত্বের পদ চাওয়ার বিষয় নয়, বরং এটি এক মহান আমানত। নেতৃত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করাই প্রকৃত সাফল্য।”
দুপুরের বিরতির পর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও রিপোর্ট উপস্থাপন পর্ব। সভাপতি সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং দ্বিবার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর নির্বাচন কমিশনের প্রধান হাবিবুর রহমানের তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিশনের সদস্য হিসেবে ছিলেন ড. আব্দুল বারী, আয়ুব খান, ড. আশরাফ মাহমুদ ও রাহেলা চৌধুরী।
কমিশনের পক্ষ থেকে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২০২৫–২০২৭ সেশনের জন্য রিজিয়ন সভাপতি নির্বাচিত হয়েছেন —
এফ.কে.এম শাহজাহান (লন্ডন নর্থওয়েস্ট), সৈয়দ আহমেদ (লন্ডন ওয়েস্ট), কাজী ফয়জুল ইসলাম পারভেজ (লন্ডন সাউথইস্ট), আবুল হোসেন রায়হান (লন্ডন ইস্ট), মোহাম্মদ জুবায়ের মিয়া (লন্ডন নর্থইস্ট), হাসানুল বান্না (মুসলিম অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস), জয়নাল আবেদীন লিটন (লন্ডন সাউথওয়েস্ট), কামাল উদ্দিন (সাউথইস্ট ইংল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন), গিয়াস উদ্দিন (সাউথওয়েস্ট ইংল্যান্ড ইসলামিক সোসাইটি), শরীফুর রহমান (ইস্ট অব ইংল্যান্ড), রেজাউল করিম চৌধুরী (ইস্ট মিডল্যান্ড), এস. বদরুল আলম (নর্থওয়েস্ট), আসাদ আহমেদ (ওয়েলস), ফরিদ মিয়া (ওয়েস্ট মিডল্যান্ড), মাসুদুল হাসান (ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার) এবং জাহিদ ইসলাম (নর্থইস্ট)।
সংবিধান অনুযায়ী, এই ১৬ জন রিজিয়ন সভাপতি শুরা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচিত ডেলিগেটদের মাধ্যমে আরও ২৪ জন শুরা সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে আছেন প্রবাসী পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক ও কমিউনিটি কর্মীরা।
সভায় ২০২৩–২০২৫ সেশনের কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশেষভাবে আলোচিত হয় এমসিএ ইয়ুথ ডিভিশনের কার্যক্রম ও সামাজিক প্রভাব। এ সময় বিভিন্ন রিজিয়নের কার্যক্রম মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা হয়।
উপদেষ্টা ও সাবেক সভাপতিদের বক্তব্যে আতিকুর রহমান জিলু বলেন, “এমসিএ বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার থাকবে। এজন্য আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন অপরিহার্য।” সাবেক সভাপতি দিলোয়ার হোসেন খান বলেন, “ইয়ুথ উন্নয়নে সময়, মেধা ও সম্পদের বিনিয়োগ বাড়াতে হবে।”
উপদেষ্টা পরিষদের সেক্রেটারি শায়খ মুসলেহ ফারাদি স্থানীয় দাওয়াহ কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কোনো ইসলামী সংগঠন টিকে থাকতে পারে না।”
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন,
“আমরা এমসিএকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সাংগঠনিক শৃঙ্খলা, যোগ্যতা এবং এখলাসই হবে আমাদের সফলতার চাবিকাঠি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
তিনি আরও জানান, এমসিএ’র “ভিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে বৃটেনের মুসলমানদের ঐক্য, নেতৃত্ব ও সামাজিক কল্যাণের একটি সুদৃঢ় রূপরেখা গঠন করা হবে।
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
বৃটেনের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী মুসলিম সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর ২০২৫–২০২৭ সেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের মুসলিম সেন্টারে। সদস্যদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। সোমবার এমসিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রবিবার (৫ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর দ্বিবার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য, উপদেষ্টা, এবং প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধিবেশন। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দারস পেশ করেন উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ আব্দুল কাইয়ুম। উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার হামিদ আজাদ বলেন, “আমরা মুসলিম হিসেবে মানবতার কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমসিএ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে।” তিনি বিশ্ব মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ফিলিস্তিনে চলমান মানবিক সংকট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শায়খ আব্দুল কাইয়ুম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী সংগঠনে নেতৃত্বের পদ চাওয়ার বিষয় নয়, বরং এটি এক মহান আমানত। নেতৃত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করাই প্রকৃত সাফল্য।”
দুপুরের বিরতির পর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও রিপোর্ট উপস্থাপন পর্ব। সভাপতি সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং দ্বিবার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর নির্বাচন কমিশনের প্রধান হাবিবুর রহমানের তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিশনের সদস্য হিসেবে ছিলেন ড. আব্দুল বারী, আয়ুব খান, ড. আশরাফ মাহমুদ ও রাহেলা চৌধুরী।
কমিশনের পক্ষ থেকে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২০২৫–২০২৭ সেশনের জন্য রিজিয়ন সভাপতি নির্বাচিত হয়েছেন —
এফ.কে.এম শাহজাহান (লন্ডন নর্থওয়েস্ট), সৈয়দ আহমেদ (লন্ডন ওয়েস্ট), কাজী ফয়জুল ইসলাম পারভেজ (লন্ডন সাউথইস্ট), আবুল হোসেন রায়হান (লন্ডন ইস্ট), মোহাম্মদ জুবায়ের মিয়া (লন্ডন নর্থইস্ট), হাসানুল বান্না (মুসলিম অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস), জয়নাল আবেদীন লিটন (লন্ডন সাউথওয়েস্ট), কামাল উদ্দিন (সাউথইস্ট ইংল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন), গিয়াস উদ্দিন (সাউথওয়েস্ট ইংল্যান্ড ইসলামিক সোসাইটি), শরীফুর রহমান (ইস্ট অব ইংল্যান্ড), রেজাউল করিম চৌধুরী (ইস্ট মিডল্যান্ড), এস. বদরুল আলম (নর্থওয়েস্ট), আসাদ আহমেদ (ওয়েলস), ফরিদ মিয়া (ওয়েস্ট মিডল্যান্ড), মাসুদুল হাসান (ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার) এবং জাহিদ ইসলাম (নর্থইস্ট)।
সংবিধান অনুযায়ী, এই ১৬ জন রিজিয়ন সভাপতি শুরা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচিত ডেলিগেটদের মাধ্যমে আরও ২৪ জন শুরা সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে আছেন প্রবাসী পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক ও কমিউনিটি কর্মীরা।
সভায় ২০২৩–২০২৫ সেশনের কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশেষভাবে আলোচিত হয় এমসিএ ইয়ুথ ডিভিশনের কার্যক্রম ও সামাজিক প্রভাব। এ সময় বিভিন্ন রিজিয়নের কার্যক্রম মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা হয়।
উপদেষ্টা ও সাবেক সভাপতিদের বক্তব্যে আতিকুর রহমান জিলু বলেন, “এমসিএ বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার থাকবে। এজন্য আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন অপরিহার্য।” সাবেক সভাপতি দিলোয়ার হোসেন খান বলেন, “ইয়ুথ উন্নয়নে সময়, মেধা ও সম্পদের বিনিয়োগ বাড়াতে হবে।”
উপদেষ্টা পরিষদের সেক্রেটারি শায়খ মুসলেহ ফারাদি স্থানীয় দাওয়াহ কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কোনো ইসলামী সংগঠন টিকে থাকতে পারে না।”
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন,
“আমরা এমসিএকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সাংগঠনিক শৃঙ্খলা, যোগ্যতা এবং এখলাসই হবে আমাদের সফলতার চাবিকাঠি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
তিনি আরও জানান, এমসিএ’র “ভিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে বৃটেনের মুসলমানদের ঐক্য, নেতৃত্ব ও সামাজিক কল্যাণের একটি সুদৃঢ় রূপরেখা গঠন করা হবে।
আপনার মতামত লিখুন