ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

ইজিবাইক চুরির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-মা-ভাই আহত যশোরে


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইজিবাইক চুরির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-মা-ভাই আহত যশোরে

যশোরে চঞ্চল মাহমুদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় তার বাবা, মা ও ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি নিয়ে বিরোধের জেরে চিহ্নিত একটি চোর সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। নিহত চঞ্চলের পরিবারের ধারণা—বাইকটি ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চুরি করেছিল। বাইক ফেরত চাইতে গেলে সিন্ডিকেট সদস্যরা ক্ষিপ্ত হয়ে চঞ্চল ও তার পরিবারের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িত সন্দেহে সিন্ডিকেটপ্রধান রবিউল ইসলাম, তার সহযোগী বিল্লাল হোসেনমুন্নাকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে রবিউলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মধু গাজীর বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে চঞ্চল মাহমুদের ওপর হামলা চালায়। চিৎকার শুনে চঞ্চলের মা, বাবা ও ভাই এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। সার্জারি বিভাগের চিকিৎসক তাহমিদ হাসান জানান, নিহতের বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রবিউল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিষয় : অপরাধ আইন-শৃঙ্খলা যশোর হত্যা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


ইজিবাইক চুরির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-মা-ভাই আহত যশোরে

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

যশোরে চঞ্চল মাহমুদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় তার বাবা, মা ও ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি নিয়ে বিরোধের জেরে চিহ্নিত একটি চোর সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। নিহত চঞ্চলের পরিবারের ধারণা—বাইকটি ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চুরি করেছিল। বাইক ফেরত চাইতে গেলে সিন্ডিকেট সদস্যরা ক্ষিপ্ত হয়ে চঞ্চল ও তার পরিবারের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িত সন্দেহে সিন্ডিকেটপ্রধান রবিউল ইসলাম, তার সহযোগী বিল্লাল হোসেনমুন্নাকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে রবিউলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মধু গাজীর বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে চঞ্চল মাহমুদের ওপর হামলা চালায়। চিৎকার শুনে চঞ্চলের মা, বাবা ও ভাই এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। সার্জারি বিভাগের চিকিৎসক তাহমিদ হাসান জানান, নিহতের বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রবিউল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত