দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তারা বলেন, এ প্রকল্প জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না এবং এটি বাতিল না করলে কঠোর আন্দোলন শুরু হবে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ‘ফুলবাড়ীবাসী’ ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।
বক্তারা বলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটার প্রকল্পটি বিগত সরকারের একটি লুটপাটের কৌশল, যা জনগণের স্বার্থবিরোধী। তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং ডিজিটাল মিটারের পর এখন প্রি-পেইড মিটার প্রকল্পের মাধ্যমে একই প্রক্রিয়া পুনরায় চালু করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, “ফুলবাড়ীর জনগণ জানে কীভাবে আন্দোলন করতে হয়। কয়লাখনি আন্দোলনে জীবন দিয়েও তারা জনগণের অধিকার রক্ষা করেছে। এবারও যদি জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
মানববন্ধনে প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা সতর্ক করে বলেন, এ সময়ের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে।
স্মারকলিপি ও নেতৃত্ব:
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রকল্প বন্ধের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আল আমীন বিন আমজাদ।
সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা-এর সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, যুবযোদ্ধা সাব্বির হোসেন, ব্যবসায়ী সোহেল রানা ও সাজু আশরাফি প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ও নেসকো যদি জনগণের কথা না শোনে, তবে ফুলবাড়ী আবারও আন্দোলনের কেন্দ্রস্থল হবে। তারা জনগণের পাশে থেকে ন্যায্য দাবি আদায়ের ঘোষণা দেন।
বিষয় : ইসলামী আন্দোলন দিনাজপুর ফুলবাড়ী নেসকো বিদ্যুৎ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তারা বলেন, এ প্রকল্প জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না এবং এটি বাতিল না করলে কঠোর আন্দোলন শুরু হবে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ‘ফুলবাড়ীবাসী’ ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।
বক্তারা বলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটার প্রকল্পটি বিগত সরকারের একটি লুটপাটের কৌশল, যা জনগণের স্বার্থবিরোধী। তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং ডিজিটাল মিটারের পর এখন প্রি-পেইড মিটার প্রকল্পের মাধ্যমে একই প্রক্রিয়া পুনরায় চালু করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, “ফুলবাড়ীর জনগণ জানে কীভাবে আন্দোলন করতে হয়। কয়লাখনি আন্দোলনে জীবন দিয়েও তারা জনগণের অধিকার রক্ষা করেছে। এবারও যদি জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
মানববন্ধনে প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা সতর্ক করে বলেন, এ সময়ের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে।
স্মারকলিপি ও নেতৃত্ব:
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রকল্প বন্ধের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আল আমীন বিন আমজাদ।
সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা-এর সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, যুবযোদ্ধা সাব্বির হোসেন, ব্যবসায়ী সোহেল রানা ও সাজু আশরাফি প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ও নেসকো যদি জনগণের কথা না শোনে, তবে ফুলবাড়ী আবারও আন্দোলনের কেন্দ্রস্থল হবে। তারা জনগণের পাশে থেকে ন্যায্য দাবি আদায়ের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন