ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পুরানো বন্দোবস্ত ও অসুস্থ রাজনীতির বিরুদ্ধে নতুনের লড়াই। তিনি সততা, জনসেবা ও দেশপ্রেমকে নির্বাচনী লড়াইয়ের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পীর বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশিশক্তি নির্ভর রাজনীতির বিরুদ্ধে জনসেবা ও সততার লড়াই আমাদের জিততেই হবে। না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আছে এবং ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাচ্ছে। এই বাস্তবতায় সকল ইসলামপন্থী শক্তি একত্রিত হয়ে একবাক্স নীতি গ্রহণ করেছে, যাতে ইসলাম-মনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়।
পীর জোর দিয়ে বলেন, “কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করলে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে; ইনশাআল্লাহ।”
কর্মশালায় নির্বাচনি কৌশল ও সম্ভাব্য সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ্ আল ফরিদি, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন