ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত নানা ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর বক্তব্য ও ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে।

বার্তায় বলা হয়, “ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”

পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও সংযুক্ত করা হয়, যাতে এসব তথ্যের অসত্যতা তুলে ধরা হয়েছে।

সেনাবাহিনীর এই সতর্কবার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ভুয়া খবরের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। তাই এমন সময় সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও ভুয়া সংবাদ ও বিকৃত প্রচারণা রোধে গণমাধ্যম ও জনগণকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছিল। এবারও একইভাবে সেনাবাহিনী জনগণকে সচেতন থেকে ভ্রান্ত তথ্য প্রচারকারীদের উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে।

বিষয় : নির্বাচন বাংলাদেশ সেনাবাহিনী ভুয়া সংবাদ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ০৯ নভেম্বর ২০২৫


সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা: সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত নানা ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর বক্তব্য ও ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে।

বার্তায় বলা হয়, “ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”

পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও সংযুক্ত করা হয়, যাতে এসব তথ্যের অসত্যতা তুলে ধরা হয়েছে।

সেনাবাহিনীর এই সতর্কবার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ভুয়া খবরের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। তাই এমন সময় সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও ভুয়া সংবাদ ও বিকৃত প্রচারণা রোধে গণমাধ্যম ও জনগণকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছিল। এবারও একইভাবে সেনাবাহিনী জনগণকে সচেতন থেকে ভ্রান্ত তথ্য প্রচারকারীদের উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত