কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় প্রথম ধাপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য কাতারে নিয়োগ পাচ্ছেন। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে এই সমঝোতাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর) রবিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দোহায় স্বাক্ষরিত এ প্রেষণ চুক্তির মাধ্যমে বাংলাদেশি সামরিক সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। প্রাথমিক পর্যায়ে ৮০০ সদস্য তিন বছরের জন্য প্রেষণে পাঠানো হবে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে তাদের মেয়াদ সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কাতারের পক্ষে স্বাক্ষর করেন চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে কাতারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা খাতে কৌশলগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
এ সফরকালে বাংলাদেশি প্রতিনিধি দল কাতার সরকার ও সামরিক শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত বিভিন্ন ইস্যুতেও আলোচনা করবে।
উল্লেখ্য, গত ২১–২৫ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দোহা সফরে গিয়ে কাতারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই সফরের ফলপ্রসূ কূটনীতিই দুই দেশের মধ্যে এই প্রেষণ চুক্তি স্বাক্ষরকে ত্বরান্বিত করেছে।
বিষয় : বাংলাদেশ কাতার সেনাবাহিনী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় প্রথম ধাপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য কাতারে নিয়োগ পাচ্ছেন। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে এই সমঝোতাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর) রবিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দোহায় স্বাক্ষরিত এ প্রেষণ চুক্তির মাধ্যমে বাংলাদেশি সামরিক সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। প্রাথমিক পর্যায়ে ৮০০ সদস্য তিন বছরের জন্য প্রেষণে পাঠানো হবে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে তাদের মেয়াদ সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কাতারের পক্ষে স্বাক্ষর করেন চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে কাতারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা খাতে কৌশলগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
এ সফরকালে বাংলাদেশি প্রতিনিধি দল কাতার সরকার ও সামরিক শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত বিভিন্ন ইস্যুতেও আলোচনা করবে।
উল্লেখ্য, গত ২১–২৫ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দোহা সফরে গিয়ে কাতারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই সফরের ফলপ্রসূ কূটনীতিই দুই দেশের মধ্যে এই প্রেষণ চুক্তি স্বাক্ষরকে ত্বরান্বিত করেছে।

আপনার মতামত লিখুন