ঢাকা    রোববার, ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা    রোববার, ২৩ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে টানা দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৃথক অভিযানে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ ও কয়েকটি গরুসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে বলে তিনি জানান।

বিষয় : আইন-শৃঙ্খলা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ২৩ নভেম্বর ২০২৫


ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

ফেনী সীমান্তে টানা দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৃথক অভিযানে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ ও কয়েকটি গরুসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে বলে তিনি জানান।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত