ঢাকা   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ঢাকা   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

রিবক ইসরাইলের সঙ্গে চুক্তি বাতিল করতে চাইলেও আইনি হুমকিতে শেষমেশ পিছু হটেছে। ফিলিস্তিনপন্থী বয়কট আন্দোলনের চাপ সত্ত্বেও জার্সিতে থাকছে রিবকের লোগো।

ইসরাইলের আইনি হুমকিতে সিদ্ধান্ত বদলালো রিবক


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইসরাইলের আইনি হুমকিতে সিদ্ধান্ত বদলালো রিবক

ইসরাইলের জাতীয় ফুটবল দলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াতে চেয়েছিল ক্রীড়াবস্ত্র নির্মাতা রিবক। তবে ইসরাইলের সম্ভাব্য মামলার হুমকির মুখে কোম্পানিটি শেষ পর্যন্ত পিছু হটে এবং স্পনসরশিপ বহাল রাখার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিবক সম্প্রতি ইসরাইল ফুটবল ফেডারেশন (আইএফএ)-এর সঙ্গে করা চুক্তি বাতিল করতে চেয়েছিল। প্রতিষ্ঠানটি জাতীয় দলের জার্সি থেকে তাদের লোগো সরানোরও দাবি জানিয়েছিল। তবে ইসরাইল আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে রিবক চাপের মুখে অবস্থান বদলায়।

আইএফএ’র প্রেসিডেন্ট মোশে জুয়ারেস এক বিবৃতিতে বলেন, “রিবক ও তাদের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কোম্পানি সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আন্তর্জাতিক ম্যাচগুলোতে ইসরাইল দলের জার্সিতে আগের মতোই রিবকের লোগো ব্যবহার হবে।”

রিবক চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এর আগে ফিলিস্তিনপন্থী বয়কট আন্দোলনের প্রভাবে পুমা ও এরেয়া নামের দুটি বড় ক্রীড়া ব্র্যান্ড ইসরাইলি দলের স্পনসরশিপ থেকে সরে গিয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গাজা উপত্যকায় চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ৬৮ হাজার ৫৩৬ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এ ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করছে।

বিষয় : যুক্তরাজ্য

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


ইসরাইলের আইনি হুমকিতে সিদ্ধান্ত বদলালো রিবক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

ইসরাইলের জাতীয় ফুটবল দলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াতে চেয়েছিল ক্রীড়াবস্ত্র নির্মাতা রিবক। তবে ইসরাইলের সম্ভাব্য মামলার হুমকির মুখে কোম্পানিটি শেষ পর্যন্ত পিছু হটে এবং স্পনসরশিপ বহাল রাখার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিবক সম্প্রতি ইসরাইল ফুটবল ফেডারেশন (আইএফএ)-এর সঙ্গে করা চুক্তি বাতিল করতে চেয়েছিল। প্রতিষ্ঠানটি জাতীয় দলের জার্সি থেকে তাদের লোগো সরানোরও দাবি জানিয়েছিল। তবে ইসরাইল আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে রিবক চাপের মুখে অবস্থান বদলায়।

আইএফএ’র প্রেসিডেন্ট মোশে জুয়ারেস এক বিবৃতিতে বলেন, “রিবক ও তাদের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কোম্পানি সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আন্তর্জাতিক ম্যাচগুলোতে ইসরাইল দলের জার্সিতে আগের মতোই রিবকের লোগো ব্যবহার হবে।”

রিবক চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এর আগে ফিলিস্তিনপন্থী বয়কট আন্দোলনের প্রভাবে পুমা ও এরেয়া নামের দুটি বড় ক্রীড়া ব্র্যান্ড ইসরাইলি দলের স্পনসরশিপ থেকে সরে গিয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গাজা উপত্যকায় চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ৬৮ হাজার ৫৩৬ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এ ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত