ঢাকা    বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
ঢাকা    বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, পাশের হার প্রায় ৯৯ শতাংশ

মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার ইনআমী জলসা: ৯২৮ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান


মুবারক হোসাইন
মুবারক হোসাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার ইনআমী জলসা: ৯২৮ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অষ্টম ইনআমী জলসা। বর্ণাঢ্য আয়োজনে এ বছর ৯২৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশের হার প্রায় শতভাগ ছুঁয়ে শিক্ষার মানোন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্ল্যাটফর্ম।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অষ্টম ইনআমী জলসা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিরপুরের ঐতিহ্যবাহী আরজাবাদ মিলনায়তন প্রাঙ্গণে। প্রতিবছরের মতো এবারও বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং কওমি মাদরাসার ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩,৮২৪ জন (বালক ২,৯৭৬ ও বালিকা ৮৪৮ জন)। বালকদের পাশের হার ৯৯.০৬% এবং বালিকাদের ৯৬.৪৬%। সর্বমোট পাশের হার দাঁড়ায় ৯৮.৪৮%। এর মধ্যে ৯২৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়ে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান গ্রন্থ লাভ করে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, উপদেষ্টা মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি আবুল বাশার নোমানীসহ বহু বিশিষ্ট আলেম বক্তব্য রাখেন। তারা কওমি শিক্ষাব্যবস্থার অগ্রগতি, ইসলামী জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের জীবন গঠনে এ ধরনের ইনআমী জলসার গুরুত্ব তুলে ধরেন।

শেষে সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া উপস্থিত মাদরাসার মুহতামিম, উলামায়ে কেরাম, শিক্ষার্থী, অভিভাবক এবং কমিটির সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার ইনআমী জলসা: ৯২৮ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অষ্টম ইনআমী জলসা। বর্ণাঢ্য আয়োজনে এ বছর ৯২৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশের হার প্রায় শতভাগ ছুঁয়ে শিক্ষার মানোন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্ল্যাটফর্ম।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অষ্টম ইনআমী জলসা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিরপুরের ঐতিহ্যবাহী আরজাবাদ মিলনায়তন প্রাঙ্গণে। প্রতিবছরের মতো এবারও বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং কওমি মাদরাসার ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩,৮২৪ জন (বালক ২,৯৭৬ ও বালিকা ৮৪৮ জন)। বালকদের পাশের হার ৯৯.০৬% এবং বালিকাদের ৯৬.৪৬%। সর্বমোট পাশের হার দাঁড়ায় ৯৮.৪৮%। এর মধ্যে ৯২৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়ে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান গ্রন্থ লাভ করে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, উপদেষ্টা মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি আবুল বাশার নোমানীসহ বহু বিশিষ্ট আলেম বক্তব্য রাখেন। তারা কওমি শিক্ষাব্যবস্থার অগ্রগতি, ইসলামী জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের জীবন গঠনে এ ধরনের ইনআমী জলসার গুরুত্ব তুলে ধরেন।

শেষে সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া উপস্থিত মাদরাসার মুহতামিম, উলামায়ে কেরাম, শিক্ষার্থী, অভিভাবক এবং কমিটির সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত