ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

গাজায় বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা আহত


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গাজায় বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা আহত
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা উপত্যকার খান ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার প্রকাশিত আইডিএফের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সি-এর।

আইডিএফের বিবৃতিতে বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আহত সেনাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় এলাকা খান ইউনিসে ঘটেছে, যা দীর্ঘদিন ধরে ইসরাইলি সামরিক অভিযান ও হামাসের প্রতিরোধ কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।

ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৯১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬,৩১৮ জন। এই পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন সীমান্ত ও ইসরাইলের অভ্যন্তরে সংঘটিত হতাহতের ঘটনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার মিশরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই দিনটি শেষ হয়। আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে।

গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প এই পরিকল্পনা উত্থাপন করেন, যেখানে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। হামাস জানিয়েছে, তারা নীতিগতভাবে পরিকল্পনাটির সঙ্গে একমত হলেও ইসরাইলের সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যাকে “আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছে।

বিষয় : আন্তর্জাতিক ইসরাইল হামাস গাজা যুদ্ধবিরতি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


গাজায় বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা আহত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

গাজা উপত্যকার খান ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার প্রকাশিত আইডিএফের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সি-এর।

আইডিএফের বিবৃতিতে বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আহত সেনাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় এলাকা খান ইউনিসে ঘটেছে, যা দীর্ঘদিন ধরে ইসরাইলি সামরিক অভিযান ও হামাসের প্রতিরোধ কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।

ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৯১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬,৩১৮ জন। এই পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন সীমান্ত ও ইসরাইলের অভ্যন্তরে সংঘটিত হতাহতের ঘটনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার মিশরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই দিনটি শেষ হয়। আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে।

গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প এই পরিকল্পনা উত্থাপন করেন, যেখানে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। হামাস জানিয়েছে, তারা নীতিগতভাবে পরিকল্পনাটির সঙ্গে একমত হলেও ইসরাইলের সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যাকে “আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত