ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
ঢাকা    রোববার, ০৯ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

দিনাজপুরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে আ.লীগ নেতা ও দুই ছেলে আটক


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে আ.লীগ নেতা ও দুই ছেলে আটক

দিনাজপুরের পার্বতীপুরে বন বিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর দুই ছেলেকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ ও পরিবহনের জন্য ব্যবহৃত ভ্যান জব্দ করে।

আটক ব্যক্তির নাম মোকছেদুল আলম, তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং স্থানীয় বন রক্ষাকারী কমিটির সভাপতি। শনিবার দুপুর ১২টার দিকে বন বিভাগের গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দুই ছেলেসহ আটক করে বন বিভাগে খবর দেন।

খবর পেয়ে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ ও ভ্যান জব্দ করেন। এ বিষয়ে তিনি বলেন, “ঘটনার ব্যাপারে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হবে। তিনি যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, মোকছেদুল আলম দীর্ঘদিন ধরে বন বিভাগের গাছ কেটে বিক্রি করছেন এবং যারা তাঁর বিরুদ্ধে কথা বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি প্রভাব খাটিয়ে বন রক্ষাকারী কমিটির সভাপতি হন এবং সেই পদ ব্যবহার করে বন থেকে কাঠ পাচার চালিয়ে যাচ্ছেন।

মেজবাহুল ইসলাম নামের এক স্থানীয় শিক্ষক জানান, “আমাকে বন রক্ষাকারী কমিটির সদস্য করার কথা বলে মোকছেদুল আলম ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু পরে আর সদস্য করেননি। বরং তাঁর আত্মীয় ও বাইরের লোকজনকে কমিটিতে নিয়েছেন।”

ভবানীপুর বন বিট কর্মকর্তা মো. ফোরকানুল আলম বলেন, “সভাপতি আমার কাছ থেকে কোনো অনুমতি নেননি। কয়েক দিন আগে তাঁর ছেলে রাজ্জাককে গাছের ডাল কাটতে দেখেছিলাম এবং তখনই সতর্ক করেছিলাম। আজকে আবারও অনুমতি ছাড়া গাছ কেটেছে।”

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বন বিভাগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : রাজনীতি বাংলাদেশ দুর্নীতি দিনাজপুর বন বিভাগ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ০৯ নভেম্বর ২০২৫


দিনাজপুরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে আ.লীগ নেতা ও দুই ছেলে আটক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে বন বিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর দুই ছেলেকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ ও পরিবহনের জন্য ব্যবহৃত ভ্যান জব্দ করে।

আটক ব্যক্তির নাম মোকছেদুল আলম, তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং স্থানীয় বন রক্ষাকারী কমিটির সভাপতি। শনিবার দুপুর ১২টার দিকে বন বিভাগের গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দুই ছেলেসহ আটক করে বন বিভাগে খবর দেন।

খবর পেয়ে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ ও ভ্যান জব্দ করেন। এ বিষয়ে তিনি বলেন, “ঘটনার ব্যাপারে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হবে। তিনি যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, মোকছেদুল আলম দীর্ঘদিন ধরে বন বিভাগের গাছ কেটে বিক্রি করছেন এবং যারা তাঁর বিরুদ্ধে কথা বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি প্রভাব খাটিয়ে বন রক্ষাকারী কমিটির সভাপতি হন এবং সেই পদ ব্যবহার করে বন থেকে কাঠ পাচার চালিয়ে যাচ্ছেন।

মেজবাহুল ইসলাম নামের এক স্থানীয় শিক্ষক জানান, “আমাকে বন রক্ষাকারী কমিটির সদস্য করার কথা বলে মোকছেদুল আলম ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু পরে আর সদস্য করেননি। বরং তাঁর আত্মীয় ও বাইরের লোকজনকে কমিটিতে নিয়েছেন।”

ভবানীপুর বন বিট কর্মকর্তা মো. ফোরকানুল আলম বলেন, “সভাপতি আমার কাছ থেকে কোনো অনুমতি নেননি। কয়েক দিন আগে তাঁর ছেলে রাজ্জাককে গাছের ডাল কাটতে দেখেছিলাম এবং তখনই সতর্ক করেছিলাম। আজকে আবারও অনুমতি ছাড়া গাছ কেটেছে।”

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বন বিভাগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত