ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

মানব পাচার ঠেকাতে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ স্থগিত করল ইরান


আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

মানব পাচার ঠেকাতে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ স্থগিত করল ইরান

মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচার বেড়ে যাওয়ায় পদক্ষেপ নিয়েছে তেহরান সরকার। আগামী ২২ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করবে ইরান। এখন থেকে দেশটিতে প্রবেশ বা ট্রানজিট নিতে হলে আগাম ভিসা সংগ্রহ বাধ্যতামূলক হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে—এই সিদ্ধান্তের লক্ষ্য মূলত পাচারকারী চক্রের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা।

মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয় নাগরিকদের ইরানে পাঠানোর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ভিসা নীতিতে কড়া পরিবর্তন আনছে তেহরান। ইরান ঘোষণা করেছে, আগামী শনিবার—২২ নভেম্বর থেকে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে দেশটিতে ভ্রমণ, কাজ বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যেই এখন থেকে ভারতীয়দের ভিসা নিয়ে যেতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) নিশ্চিত করে জানায়, মানব পাচারকারী দালালচক্র ভিসামুক্ত প্রবেশ সুবিধার অপব্যবহার করায় ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, দালালচক্র উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে অনেক ভারতীয়কে ইরানে পাঠাচ্ছিল এবং অনেক ক্ষেত্রে দাবি করা হতো—ইরান হয়ে উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়া সহজ হবে।

কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর বহু ভারতীয় অপহরণের শিকার হয়েছেন, এবং তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে পাচারকারীরা। পরপর কয়েকটি অপহরণ ও আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরি দেখিয়ে ইরানে নিয়ে যাওয়ার হার দ্রুত বাড়ছে—যা দুই দেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে।

গত মাসেও ভারত সরকার নাগরিকদের সতর্ক করেছিল—ভিসামুক্ত প্রবেশ সুবিধা কেবল পর্যটনের জন্য, চাকরি বা কাজে যোগদানের জন্য নয়। তবুও দালালচক্র এই সুযোগ ব্যবহার করে পাচারকাজ চালিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইরান কয়েকটি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশ চালু করেছিল। ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়াই ইরান ভ্রমণ করতে পারতেন। তবে পাচারের ঘটনা দ্রুত বাড়তে থাকায় সেই সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের যেকোনো ভ্রমণের আগে সরকারি নির্দেশনা অনুসরণ এবং দালালচক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিষয় : নিরাপত্তা ভারত ইরান মানব_পাচার

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


মানব পাচার ঠেকাতে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ স্থগিত করল ইরান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচার বেড়ে যাওয়ায় পদক্ষেপ নিয়েছে তেহরান সরকার। আগামী ২২ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করবে ইরান। এখন থেকে দেশটিতে প্রবেশ বা ট্রানজিট নিতে হলে আগাম ভিসা সংগ্রহ বাধ্যতামূলক হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে—এই সিদ্ধান্তের লক্ষ্য মূলত পাচারকারী চক্রের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা।

মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয় নাগরিকদের ইরানে পাঠানোর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ভিসা নীতিতে কড়া পরিবর্তন আনছে তেহরান। ইরান ঘোষণা করেছে, আগামী শনিবার—২২ নভেম্বর থেকে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে দেশটিতে ভ্রমণ, কাজ বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যেই এখন থেকে ভারতীয়দের ভিসা নিয়ে যেতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) নিশ্চিত করে জানায়, মানব পাচারকারী দালালচক্র ভিসামুক্ত প্রবেশ সুবিধার অপব্যবহার করায় ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, দালালচক্র উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে অনেক ভারতীয়কে ইরানে পাঠাচ্ছিল এবং অনেক ক্ষেত্রে দাবি করা হতো—ইরান হয়ে উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়া সহজ হবে।

কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর বহু ভারতীয় অপহরণের শিকার হয়েছেন, এবং তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে পাচারকারীরা। পরপর কয়েকটি অপহরণ ও আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরি দেখিয়ে ইরানে নিয়ে যাওয়ার হার দ্রুত বাড়ছে—যা দুই দেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে।

গত মাসেও ভারত সরকার নাগরিকদের সতর্ক করেছিল—ভিসামুক্ত প্রবেশ সুবিধা কেবল পর্যটনের জন্য, চাকরি বা কাজে যোগদানের জন্য নয়। তবুও দালালচক্র এই সুযোগ ব্যবহার করে পাচারকাজ চালিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইরান কয়েকটি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশ চালু করেছিল। ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়াই ইরান ভ্রমণ করতে পারতেন। তবে পাচারের ঘটনা দ্রুত বাড়তে থাকায় সেই সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের যেকোনো ভ্রমণের আগে সরকারি নির্দেশনা অনুসরণ এবং দালালচক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত