ঢাকা    বুধবার, ২২ অক্টোবর ২০২৫
ঢাকা    বুধবার, ২২ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

ভুয়া ইসলামোফোবিক ভিডিও ছড়িয়ে ঘৃণার রাজনীতি—সাংবাদিক ও সিনিয়র আইনজীবীর জনস্বার্থ মামলা

অ্যাসামে মুসলবিরোধী এআই ভিডিও: বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

অ্যাসামে মুসলবিরোধী এআই ভিডিও: বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ

অ্যাসাম বিজেপির অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ইসলামোফোবিক এআই-উৎপাদিত ভিডিও ঘিরে দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় সোমবার ভারতের সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিজেপির বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

ভারতের সুপ্রিম কোর্ট সোমবার অ্যাসাম রাজ্য বিজেপির শেয়ার করা একটি এআই-উৎপাদিত ইসলামবিরোধী ভিডিওর বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় নোটিশ জারি করে। এই ভিডিওটিতে এমন বিভ্রান্তিকর বয়ান প্রচার করা হয় যে, বিজেপি নির্বাচনে হারলে মুসলমানরা রাজ্য দখল করে নেবে।

বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা সমন্বিত বেঞ্চ সাংবাদিক কুরবান আলী ও সিনিয়র অ্যাডভোকেট অঞ্জনা প্রকাশের আবেদনের প্রেক্ষিতে এ নোটিশ জারি করেন। আবেদনটি ঘৃণাত্মক বক্তব্য ও অপরাধ দমন সংক্রান্ত একটি বৃহত্তর জনস্বার্থ মামলার (PIL) অংশ হিসেবে করা হয়।

১৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এতে দেখা যায়, মুসলিম ব্যক্তিদের গুয়াহাটি বিমানবন্দর, স্টেডিয়াম, শহর ও সরকারি জমিসহ বিভিন্ন স্থানে “দখল” নিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে এমন মিথ্যা দাবি করা হয় যে, অ্যাসামে ৯০ শতাংশ মুসলমান এবং তারা রাষ্ট্রীয় সম্পত্তি দখল করছে।

আবেদনকারী পক্ষ অভিযোগ করেছে, ভিডিওটি “স্পষ্টভাবে বিভ্রান্তিকর ও ঘৃণামূলক।” তারা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনে বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলের সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষা করার দায়িত্ব রয়েছে।

আরেক আবেদনকারী জাফির আহমদ বলেন, “ভিডিওটির মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ভয় দেখিয়ে রাজনৈতিক সমর্থন আদায় করা। সেখানে দেখানো হয়েছে, বিজেপি না থাকলে রাজ্যের অবস্থা ভয়াবহ হবে।”

অন্যদিকে, বৃহস্পতিবার অ্যাসাম রাজ্য বিজেপি আরও একটি ভিডিও প্রকাশ করে যেখানে মুসলমানদের “অবৈধ অভিবাসী” হিসেবে উপস্থাপন করা হয় এবং কংগ্রেস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। এর পরপরই অ্যাসাম কংগ্রেস ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং কঠোর পদক্ষেপের দাবি জানায়।

বিষয় : ভারত আসাম বিজেপি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ২২ অক্টোবর ২০২৫


অ্যাসামে মুসলবিরোধী এআই ভিডিও: বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

অ্যাসাম বিজেপির অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ইসলামোফোবিক এআই-উৎপাদিত ভিডিও ঘিরে দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় সোমবার ভারতের সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিজেপির বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

ভারতের সুপ্রিম কোর্ট সোমবার অ্যাসাম রাজ্য বিজেপির শেয়ার করা একটি এআই-উৎপাদিত ইসলামবিরোধী ভিডিওর বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় নোটিশ জারি করে। এই ভিডিওটিতে এমন বিভ্রান্তিকর বয়ান প্রচার করা হয় যে, বিজেপি নির্বাচনে হারলে মুসলমানরা রাজ্য দখল করে নেবে।

বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা সমন্বিত বেঞ্চ সাংবাদিক কুরবান আলী ও সিনিয়র অ্যাডভোকেট অঞ্জনা প্রকাশের আবেদনের প্রেক্ষিতে এ নোটিশ জারি করেন। আবেদনটি ঘৃণাত্মক বক্তব্য ও অপরাধ দমন সংক্রান্ত একটি বৃহত্তর জনস্বার্থ মামলার (PIL) অংশ হিসেবে করা হয়।

১৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এতে দেখা যায়, মুসলিম ব্যক্তিদের গুয়াহাটি বিমানবন্দর, স্টেডিয়াম, শহর ও সরকারি জমিসহ বিভিন্ন স্থানে “দখল” নিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে এমন মিথ্যা দাবি করা হয় যে, অ্যাসামে ৯০ শতাংশ মুসলমান এবং তারা রাষ্ট্রীয় সম্পত্তি দখল করছে।

আবেদনকারী পক্ষ অভিযোগ করেছে, ভিডিওটি “স্পষ্টভাবে বিভ্রান্তিকর ও ঘৃণামূলক।” তারা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনে বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলের সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষা করার দায়িত্ব রয়েছে।

আরেক আবেদনকারী জাফির আহমদ বলেন, “ভিডিওটির মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ভয় দেখিয়ে রাজনৈতিক সমর্থন আদায় করা। সেখানে দেখানো হয়েছে, বিজেপি না থাকলে রাজ্যের অবস্থা ভয়াবহ হবে।”

অন্যদিকে, বৃহস্পতিবার অ্যাসাম রাজ্য বিজেপি আরও একটি ভিডিও প্রকাশ করে যেখানে মুসলমানদের “অবৈধ অভিবাসী” হিসেবে উপস্থাপন করা হয় এবং কংগ্রেস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। এর পরপরই অ্যাসাম কংগ্রেস ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং কঠোর পদক্ষেপের দাবি জানায়।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত