ঢাকা    বুধবার, ১২ নভেম্বর ২০২৫
ঢাকা    বুধবার, ১২ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

এখনও চলছে উদ্ধার অভিযান; প্রেসিডেন্ট এরদোয়ানের শোক প্রকাশ, তদন্ত শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: ২০ আরোহীর খোঁজে চলছে ব্যাপক উদ্ধার অভিযান


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: ২০ আরোহীর খোঁজে চলছে ব্যাপক উদ্ধার অভিযান

তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়া ও আজারবাইজানের সীমান্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ২০ জন সেনা সদস্যের ভাগ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তুর্কি, আজারবাইজানি ও জর্জিয়ান কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় এক সামরিক পরিবহন বিমান সি-১৩০ (C-130) আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়ে জর্জিয়া-আজারবাইজান সীমান্তের নিকটে বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত কেউ জীবিত আছেন কিনা, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনার খবর আমি গভীর দুঃখের সঙ্গে জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের শহীদদের প্রতি রহম করুন।”

অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়েরলিকায়া এবং যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরানও গভীর শোক প্রকাশ করেছেন এবং জনগণকে সরকারি সূত্র ছাড়া অন্য কোনো অনিশ্চিত তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

তুরস্ক, আজারবাইজান এবং জর্জিয়ার সীমান্ত অঞ্চল পাহাড়ি ও দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিষয় : তুরস্ক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ১২ নভেম্বর ২০২৫


জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: ২০ আরোহীর খোঁজে চলছে ব্যাপক উদ্ধার অভিযান

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়া ও আজারবাইজানের সীমান্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ২০ জন সেনা সদস্যের ভাগ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তুর্কি, আজারবাইজানি ও জর্জিয়ান কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় এক সামরিক পরিবহন বিমান সি-১৩০ (C-130) আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়ে জর্জিয়া-আজারবাইজান সীমান্তের নিকটে বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত কেউ জীবিত আছেন কিনা, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনার খবর আমি গভীর দুঃখের সঙ্গে জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের শহীদদের প্রতি রহম করুন।”

অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়েরলিকায়া এবং যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরানও গভীর শোক প্রকাশ করেছেন এবং জনগণকে সরকারি সূত্র ছাড়া অন্য কোনো অনিশ্চিত তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

তুরস্ক, আজারবাইজান এবং জর্জিয়ার সীমান্ত অঞ্চল পাহাড়ি ও দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত