আফগানিস্তানে চলতি বছর হজে অংশ নেওয়া প্রায় ৩০ হাজার হজযাত্রীর জন্য খরচ নির্ধারিত পরিমাণের চেয়ে কম হওয়ায় অবশিষ্ট অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আফগানিস্তানের হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ নূর মোহাম্মদ সাকিব এক সংবাদ সম্মেলনে জানান, ১৪৪৬ হিজরির হজে অংশ নেওয়া ৩০ হাজার হজযাত্রীর জন্য মোট খরচ ছিল ৮.১৬৩ বিলিয়ন আফগানি। এই ব্যয়ে প্রায় ১১৫ মিলিয়ন আফগানি উদ্বৃত্ত থাকায় প্রতিজন হজযাত্রীকে ৩,৯৩৬ আফগানি করে ফেরত দেওয়া হবে।
প্রত্যেক হজযাত্রীকে আগামীকাল বুধবার (১৫ জমানি ১৪০৪) থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মূল এবং রঙিন কপি নিয়ে মন্ত্রণালয় বা প্রাদেশিক দপ্তরে গিয়ে টাকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বছর হজ পালনের জন্য প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে ২৮২,০৯০ আফগানি করে আদায় করা হয়েছিল। সরকারের এই স্বচ্ছতা ও ফেরতের সিদ্ধান্ত জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন