আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে স্বীকার করেছেন যে রাজ্যের চলমান উচ্ছেদ অভিযান মূলত ‘মিয়া মুসলিম’ নামে পরিচিত বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো একে বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে।
সোমবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “মিয়া মুসলিমরা বন, জলাভূমি, গ্রাম ও চরাঞ্চলের ভূমি দখল করেছে; তাই তাদের উচ্ছেদ করা হচ্ছে।” তিনি দাবি করেন, বোড়ো ও মিসিং জাতিগোষ্ঠীর মতো আদিবাসীরা ‘ফরেস্ট রাইটস অ্যাক্ট’-এর আওতায় ভূমি মালিকানা পেতে পারে, কিন্তু অনাদিবাসীরা এ সুবিধা পাবে না।
বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকার দীর্ঘদিন ধরে বাংলা ভাষাভাষী মুসলিমদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে আসছে এবং তাদের ‘রাষ্ট্রের জন্য হুমকি’ বলে বিবেচনা করছে। জুলাই মাসে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের বিক্ষোভের মধ্যেই বেশ কয়েকটি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়।
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) অভিযোগ করেছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এই অভিযান রাজনৈতিকভাবে চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, ২০১৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ১.৩৯ লাখ বিঘা বন ও সরকারি জমি ‘অবৈধ দখলমুক্ত’ করা হয়েছে। চলতি বছরের জুনে নতুন করে অভিযান শুরু হয় এবং তা অব্যাহত থাকবে।