বিএনপি যে কোনো সময় ‘জুলাই সনদ’ স্বাক্ষরের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৬টি সংস্কার কমিশনের অধীনে আলোচ্য ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে ঐকমত্য এবং বাকি ৭টিতে ভিন্নমত (Note of Dissent) প্রকাশ করেছে দলটি।
সোমবার সকালে এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আন্তরিক এবং যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে তা স্বাক্ষরের জন্য প্রস্তুত।” তিনি জানান, সংশ্লিষ্ট ছয়টি সংস্কার কমিশনে আলোচিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে ৭টি প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ভিন্নমত জানিয়েছে।
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ইতোমধ্যেই দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত স্বাক্ষর সম্পন্ন হবে।”
বিএনপি ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল নির্বাচনী ও প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা। জুলাই সনদ সেই ধারাবাহিক আলোচনার ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত করতে পারে বলে বিশ্লেষকদের মত।
এখন দেশজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে এই সনদের বাস্তবায়ন ও স্বাক্ষর প্রক্রিয়ার দিকে, যা দেশের রাজনীতিতে বড় ধরনের বাঁকবদল ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।