খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক আন্তর্জাতিক মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। মূল দাবি—কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর নিউস্কাটনের দিলু রোড মাদরাসায় অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আহ্বায়ক মাওলানা রশীদ আহমদ এবং প্রধান অতিথি ছিলেন কমিটির আমীর পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।
পীর সাহেব মধুপুর বলেন, পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত মুহাম্মদ (সা.)-ই শেষ নবী। যারা তাঁর পরে অন্য কাউকে নবী মানে, তারা ইসলামী আকিদা থেকে বিচ্যুত এবং শরিয়তের দৃষ্টিতে অমুসলিম। বক্তারা উল্লেখ করেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সৌদি আরবসহ বহু মুসলিম দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে সরকারি ঘোষণা না থাকায় বিভ্রান্তি রয়ে গেছে।
সমাবেশে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন। এর আগে ২৩ আগস্ট রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় এক ওলামা সম্মেলন হবে, যেখানে আন্তর্জাতিক মহাসমাবেশের প্রস্তুতি চূড়ান্ত করা হবে।