ইসরায়েলের কঠোর অবরোধের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা দুর্ভিক্ষের চরম মুখোমুখি। এই প্রেক্ষাপটে জর্ডান রাজতন্ত্রের নির্দেশনায় গাজায় ৩৮ ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে দেশটির দাতব্য সংস্থা, যা বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
জর্ডানের হাশেমি চ্যারিটেবল অর্গানাইজেশন সোমবার জানায়, তাদের উদ্যোগে ৩৮টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করেছে। এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, যা সংকটাপন্ন ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা মেটাতে সহায়ক হবে। এই উদ্যোগ বাস্তবায়নে যুক্ত ছিল বিশ্ব খাদ্য সংস্থা (WFP) ও জর্ডান সশস্ত্র বাহিনী।
জর্ডান সরকার একে গাজার মানুষের প্রতি তাদের অব্যাহত মানবিক ভূমিকার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে। সংস্থাটি জানায়, ইসরায়েলের অবরোধের ফলে সীমান্তে হাজার হাজার ট্রাক আটকা থাকলেও এই ট্রাকগুলো সীমিত অনুমতির ভিত্তিতে প্রবেশের সুযোগ পাচ্ছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধ ও খাদ্য ঘাটতির কারণে ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ১৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ৯৩ জন শিশু। চলমান মানবিক বিপর্যয়ে ইতোমধ্যে ২১০ হাজারের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। বহু মানুষ নিখোঁজ, লাখ লাখ গৃহহীন এবং চরম দুর্ভিক্ষের কারণে অসংখ্য শিশু ও বৃদ্ধ ঝুঁকিতে রয়েছেন।
জর্ডানের এই পদক্ষেপ আন্তর্জাতিক সহানুভূতির প্রতীক হয়ে উঠেছে, যেখানে অনেক দেশ এখনো নীরবতা পালন করছে কিংবা প্রতীকী প্রতিবাদেই সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এই নীরবতা বাস্তবে মানবাধিকার লঙ্ঘনের প্রতি পরোক্ষ মদদ হিসেবেই কাজ করছে।
মন্তব্য করুন