জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারির পর শারীরিকভাবে উন্নতির দিকে। বর্তমানে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের প্রস্তুতি চলছে। সুস্থতা কামনায় বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকে পাঠানো হয়েছে ফুলেল শুভেচ্ছা।
গত শনিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। দেশবরেণ্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের চারটি ব্লকে বাইপাস করা হয়। সোমবার বিকেলে তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, আমিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং শিগগির কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসকরা এখনো তাকে পর্যবেক্ষণে রাখতে চান।
সার্জারির পর বাইরের কারো সঙ্গে সাক্ষাৎ নিষেধ থাকলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে, ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে চীন, পাকিস্তান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতদের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়। এসব ফুল গ্রহণ করেন জামায়াত নেতারা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতি।
মন্তব্য করুন