ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ ছাত্র জনতার স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বাদ জোহর বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খান। ফাউন্ডেশনের সচিব, বিভিন্ন বিভাগের পরিচালক, উপপরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও শহিদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শহিদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনায় এই আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন