আফগানিস্তান ও চীনের মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪১ মিলিয়ন ডলার। এর মধ্যে আমদানি ৫২৭ মিলিয়ন ও রপ্তানি মাত্র ১৪ মিলিয়ন ডলার।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুনজাদা আবদুস সালাম জাওয়াদ জানিয়েছেন, আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কালো পাইন বাদাম, শুকনো এপ্রিকট এবং মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর। অন্যদিকে, চীন থেকে মূলত তুলার কাপড়, সৌর প্যানেল, ইলেকট্রনিক পণ্য এবং বিভিন্ন ধরনের মোবাইল ফোন আমদানি করা হয়।
আফগানিস্তান চীনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানায়, কাবুল–বেইজিং সম্পর্ক সম্প্রসারিত হয়েছে এবং চীন আফগানিস্তানে অর্থনৈতিক ও উন্নয়নমূলক প্রকল্পে গভীর আগ্রহ দেখাচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতার মধ্যে চীনের সহযোগিতা আফগান অর্থনীতির জন্য বিকল্প সুযোগ তৈরি করতে পারে। চীন ইতিমধ্যেই আফগানিস্তানের অবকাঠামো ও খনন খাতে বিনিয়োগ করেছে, যা দেশটির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে।