চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম দেশের রাজনীতিতে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, “আপা আর আসবে না, কাকা আর হাসবে না”। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাইবার হামলা ও বিভাজনমূলক প্রচারের বিরুদ্ধে সতর্ক করেন।
মঙ্গলবার দুপুরে নগরের সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের শহীদ ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, জনগণের ঐক্যকে ভাঙতে নানা ধরনের কনটেন্ট ছড়ানো হচ্ছে, যা সাইবার যুদ্ধের অংশ হতে পারে।
তিনি সরাসরি নাম না উল্লেখ করে রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গে বলেন, “আপা আর আসবে না, কাকা আর হাসবে না”, এবং জনগণকে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবীব, নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, এবং জেলা প্রশাসক ফরিদা খানম। ডিআইজি আহসান হাবীব অতীতে পুলিশের ভূমিকার নানা বিতর্কের কথা স্বীকার করে বলেন, এ ধরনের গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে এবং সমাজের মূল্যবোধ ধরে রাখতে হবে।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার ওপর জোর দেন এবং বিভাজনের সুযোগ না দেওয়ার বার্তা দেন।
মন্তব্য করুন