প্যালেস্টাইনি গণমাধ্যম জানিয়েছে, গাজায় একটি সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজা শহরে সামরিক অভিযান বন্ধ এবং মিশরীয় সেনা প্রবেশের বিষয় অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অংশগ্রহণে এই উদ্যোগকে ‘যুদ্ধ-পরবর্তী রোডম্যাপ’ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার প্যালেস্টাইনি বার্তা সংস্থা ‘মা’আ’ একটি বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই গাজার যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা ঘোষণা করবেন। প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, গাজায় আরব সেনা প্রবেশ এবং শহরে স্থল অভিযান বন্ধের শর্ত রয়েছে।
এদিকে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, কয়েক মাস ধরে গোপনে আলোচনার মাধ্যমে গাজায় নতুন প্রশাসক নিয়োগের পরিকল্পনা চলছে। আলোচনায় উঠে এসেছে প্যালেস্টাইনি ব্যবসায়ী ও সাবেক সরকারি কর্মকর্তা সামির হালাইলা-কে গাজার শাসক হিসেবে নিয়োগের প্রস্তাব। এ উদ্যোগে আরব লিগের পৃষ্ঠপোষকতায় এমন একজন ব্যক্তিকে দায়িত্বে আনার চেষ্টা চলছে, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছে গ্রহণযোগ্য হবেন।
পত্রিকাটি আরও জানিয়েছে, এই পরিকল্পনা এগিয়ে নিতে কানাডায় বসবাসরত ইসরায়েলি লবিস্ট আরি বেন মেনাশে সক্রিয়ভাবে কাজ করছেন। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈঠক ও কায়রোতে হালাইলার যোগাযোগের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রক্রিয়াটি দ্রুত অগ্রসর হয়েছে।
সামির হালাইলা পূর্বে প্যালেস্টাইন স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী আহমেদ কুরেয়া’র সরকারের সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন