গাজায় ইসরায়েলের গণহত্যা ও পরিকল্পিত দুর্ভিক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শতাধিক ইহুদি। নিউইয়র্কে ট্রাম্প হোটেলের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে পুলিশ অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে।
নিউইয়র্ক শহরে অবস্থিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন "ট্রাম্প হোটেল"-এর সামনে সোমবার রাতে একটি ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দেয় শতাধিক ইহুদি বিক্ষোভকারী। গাজায় ইসরায়েলের ‘গণহত্যা ও জোরপূর্বক দুর্ভিক্ষের’ বিরুদ্ধে আয়োজিত এই কর্মসূচি শান্তিকামী ইহুদি সংগঠন IfNotNow-এর উদ্যোগে সংগঠিত হয়।
বিক্ষোভকারীরা “গাজাবাসীকে অনাহারে মারতে দিও না”, “জাতিগত নিধন বন্ধ করো” এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং “ট্রাম্প, ইহুদিরা বলে—এখনই যথেষ্ট!” বলে শ্লোগান দেন।
সংগঠনের নির্বাহী পরিচালক মোরিয়া ক্যাপলান বলেন, “গাজার ওপর ইসরায়েলের অবরোধ এক ধরনের জাতিগত নিধন যা খাদ্য ও ওষুধ বন্ধ করে জনগণকে নিষ্ঠুরভাবে মেরে ফেলার কৌশল।” তিনি মার্কিন সরকারকে এই বর্বরতা বন্ধে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।
তবে শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে মার্কিন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ৪০ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল গাজায় দখলদার ও বিধ্বংসী অভিযান চালিয়ে যাচ্ছে। ২ মার্চ ২০২৫ থেকে সব মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ২১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী।
মন্তব্য করুন