ফ্রান্স গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয় সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। নিহতদের মধ্যে আল জাজিরার দুই প্রতিবেদকও ছিলেন, যারা পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন।
মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১০ আগস্ট গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে তাঁবুতে অবস্থানরত সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন সাংবাদিক নিহত হন। এদের মধ্যে আল জাজিরার প্রতিবেদক আনাস শরীফ ও মোহাম্মদ কুরেইকা, ফটোসাংবাদিক ইব্রাহিম জাহের ও মুআমেন আলিওয়া, তাঁদের সহকারী মোহাম্মদ নুফাল এবং সাংবাদিক মোহাম্মদ আল-খালেদি (যিনি পরদিন মারা যান) অন্তর্ভুক্ত।
বিবৃতিতে ফ্রান্স সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলে, আন্তর্জাতিক মানবাধিকার আইনে সাংবাদিকরাও সাধারণ নাগরিকদের মতো সুরক্ষার অধিকারী। এছাড়া, বিদেশি সাংবাদিকদের গাজায় অবাধ প্রবেশ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়।
গাজার সরকারি তথ্যকেন্দ্রের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে গাজায় ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন, নিখোঁজ রয়েছেন ৯ হাজারের বেশি, এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, চলমান অবরোধ ও হামলায় দুর্ভিক্ষে বহু শিশু প্রাণ হারিয়েছে।