২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গৃহীত “জুলাই ঘোষণাপত্র” এখন সাংবিধানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার এ ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাঁদের "জাতীয় বীর" ঘোষণা করা হবে এবং তাঁদের পরিবার ও আহত আন্দোলনকারীদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।
ঘোষণাপত্রে মোট ২৮টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনগণের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবাধিকারসম্মত এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, ঘোষণাপত্রে বলা হয়, জনগণ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সম্পন্ন করবে এবং এই সংস্কারই পরবর্তী বাংলাদেশ গড়ার রূপরেখা হবে।
মন্তব্য করুন