তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে “ইস্তাম্বুল আন্তর্জাতিক আরবি বই মেলার” দশম সংস্করণ। “আরবি ভাষা থাকবে অমলিন” স্লোগানে এই মেলা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এতে ২০টির বেশি দেশের ৩০০ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও সংস্কৃতিকর্মীরা এতে উপস্থিত রয়েছেন।
ইস্তাম্বুলের ইয়েনি গাপি প্রদর্শনী কেন্দ্রে “আরবি ভাষা থাকবে” শ্লোগানে দশম আন্তর্জাতিক আরবি বই মেলা শুরু হয়। মেলায় প্রায় ৩০০ প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেগুলো ২০টিরও বেশি দেশের। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়, স্কুল, ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নিচ্ছে।
মেলার আয়োজন করেছে “আন্তর্জাতিক আরবি বই প্রকাশক সমিতি”, তুরস্কের প্রকাশক সমিতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়। ইস্তাম্বুল গভর্নর দাউদ গুলের উপস্থিতিতে মেলার উদ্বোধন হয়।
মেলার বিভিন্ন অংশে ভাষা কোণা, বুদ্ধিবৃত্তিক অধিকার, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সেবা ও শিল্পকলা প্রদর্শনী থাকবে। এ বছরের লক্ষ্য ১ লক্ষ দর্শক আগ্রহী করা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেলার সমন্বয়ক মুহাম্মদ আগির আকচে বলেন, “আরবি ভাষা তুরস্কের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও চিন্তার সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং তা থাকবে চিরকাল।” ইস্তাম্বুল গভর্নর বলেন, “আরবি শুধু আরবদের ভাষা নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ যা আমাদের সকলের শিখতে হবে।”
আরবি বইয়ের বৃহত্তম এ মেলা আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় সাংস্কৃতিক মঞ্চ হিসেবে পরিচিত।
এই বই মেলা আরবি ভাষা ও সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন