ইরান দূতাবাসের প্রতিনিধিরা বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে সংগঠনের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। বৈঠকে মুসলিম ঐক্য ও আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইরান ইসলামি প্রজাতন্ত্রের কালচারাল কাউন্সিলর সায়্যেদ রেজা মির মোহাম্মাদি ও পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ সাইদুল ইসলাম ৪ আগস্ট ঢাকা পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে খেলাফত মজলিসের সুদৃঢ় অবস্থানকে সাধুবাদ জানানো হয়। কাউন্সিলর মির মোহাম্মাদি প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনায় খেলাফত মজলিসের নৈতিক অবস্থানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্য, ফিলিস্তিন ও লেবাননে চলমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বিত প্রতিরোধ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
মাওলানা মামুনুল হক ইরানের সাহসী ও ত্যাগী অবস্থানের প্রশংসা করে বলেন, “ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান ন্যায়ের পক্ষে দীপ্ত এক বাতিঘর।” সাক্ষাতে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও অন্যান্যরা।