ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবসেবা সকল ধর্মেই মহৎ ও পবিত্র কাজ হিসেবে স্বীকৃত। এটি শুধু ব্যক্তিগত নৈতিক উন্নয়নেই নয়, বরং সমাজে সহানুভূতি, ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অসহায় ও এতিম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সহায়তা ও সহানুভূতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ধর্ম মানবসেবাকে পবিত্র কর্তব্য হিসেবে বিবেচনা করে, যা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি ও আত্মত্যাগের গুণাবলি জাগ্রত করে।
তিনি বলেন, মানবসেবা সমাজে সহমর্মিতা বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে। মানুষ যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখন ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়, যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। অর্থ বা খ্যাতি দিয়ে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় না, মানবসেবা সেই প্রশান্তি এনে দেয়।
আল মানাহিল ফাউন্ডেশনের প্রশংসা করে ড. খালিদ জানান, এ সংস্থা বহু বছর ধরে অসহায় ও এতিমদের প্রতিপালন, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই সহায়তা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বেফাকের মহাসচিব মাহফুজুল হক এবং রাবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল।
এর আগে ড. খালিদ রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন।