ইসরায়েলের গাজা উপত্যকার ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনাকে “বিপজ্জনক ও অগ্রহণযোগ্য” বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রকাশ্য উদাহরণ এবং দখলদারিত্বকে জোরপূর্বক স্থায়ী করার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে তুরস্কের জাতিসংঘের উপ-দূত ও বর্তমানে ওআইসির মন্ত্রীপরিষদের সভাপতি আসলি গুভেন বলেন, গাজায় ইসরায়েলের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা “অবৈধ দখলকে পাকাপোক্ত করার বিপজ্জনক পদক্ষেপ।” তিনি অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ এবং খাদ্য, ওষুধ, জ্বালানিসহ ব্যাপক মানবিক সহায়তা প্রবেশের দাবি জানান।
সাংবাদিক হত্যার বিষয়ে গুভেন অভিযোগ করেন, এটি সাংবাদিকদের নীরব করার নীতিগত প্রচেষ্টা, তবে “সত্যকে চুপ করানো যায় না।” তিনি জানান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিউ ইয়র্কে ওআইসির জরুরি বৈঠকের ডাক দিয়েছেন।
ফিলিস্তিনের জাতিসংঘ দূত রিয়াদ মানসুর সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করার আহ্বান জানান। তিনি নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে এবং ইউরোপের সাম্প্রতিক “বাস্তবধর্মী” সমর্থনকে অন্যান্য দেশেও বিস্তৃত করার আহ্বান জানান।