কওমী টাইমস
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ দাবির বিরুদ্ধে প্রতিবাদ: মাইক জন্সনের পশ্চিম তীর মন্তব্যে ফিলিস্তিনের তীব্র প্রতিক্রিয়া

মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জন্সনের পশ্চিম তীর সফর এবং ইসরায়েলের “ঐতিহাসিক অধিকার”-সংক্রান্ত মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্তের পরিপন্থী বলে উল্লেখ করেছে।

মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জন্সন সোমবার পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি "আরিয়েল" সফর করেন এবং সেখানে দাঁড়িয়ে বলেন, “এই অঞ্চল ইহুদি জনগণের সম্পত্তি।” এ বক্তব্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, “জন্সনের এই দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”

এই প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সবধরনের ইসরায়েলি বসতি অবৈধ। ফিলিস্তিন দাবি করেছে, এ ধরনের বক্তব্য শুধু অশান্তি উসকে দেয় না, বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

আবু রুদেইন বলেন, এই মন্তব্য ১৯৯৩ সালের ওয়াশিংটন চুক্তি বা 'অসলো চুক্তি'রও পরিপন্থী, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়া হয় পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী।

এর আগে ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত দুই রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে বিশ্বনেতারা ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সম্মেলন বয়কট করে।

মাইক জন্সন হচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি (রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্টের পর)। তাঁর এ সফর পশ্চিম তীরের অবৈধ বসতিতে কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম সরকারি সফর।

এই সময় তিনি ১৫ জন মার্কিন কংগ্রেস সদস্যসহ গাছ রোপণের একটি অনুষ্ঠানে অংশ নেন এবং বলেন, “এই অঞ্চল আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু।”

এদিকে, পশ্চিম তীরেও চলমান ইসরায়েলি দমন-পীড়নে এ পর্যন্ত ১,০১৩ ফিলিস্তিনি নিহত ও প্রায় ৭,০০০ আহত হয়েছেন, পাশাপাশি ১৮,৫০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার ধ্বংসস্তূপে চার হাফেজা: শত প্রতিকূলতায় ফিলিস্তিনি বোনদ

1

৫ আগস্ট হোক গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞার দিন: তারেক রহমা

2

গাজায় মানবিক সাহায্য পাঠাল কানাডা, ইসরায়েলি অবরোধকে ‘আন্তর্জ

3

সীমান্ত সুরক্ষায় দক্ষতা ও শৃঙ্খলা বাড়াতে আফগান সীমান্ত বাহিন

4

আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, অপরাধে নীরব দর্শক সরকার: মামুনুল

5

দক্ষিণ সিরিয়ায় রুশ সেনা টহল ফেরাতে দামেস্কের প্রস্তাব, ইসরায়

6

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় প্রশিক্ষণ, পারস্পরি

7

সিলেটে পাথর উত্তোলন বিতর্ক: জীবিকা বনাম পরিবেশ—কোনটি অগ্রাধি

8

গাজায় চরম খাদ্যসংকট: প্রয়োজনের মাত্র ১৪% ত্রাণ প্রবেশ

9

গণসমর্থন সত্ত্বেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গ

10

ইসরায়েলি নিরাপত্তা নেতাদের বিরোধিতা সত্ত্বেও গাজা পূর্ণ দখল

11

গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনায় ইসরায়েলকে ওআইসির ক

12

জুলাই ঘোষণাপত্র বিকৃত ও জনবিচ্ছিন্ন: পুনর্লিখনের দাবি ইন্তিফ

13

১৫ কোটি টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ, ত্রুটি সংশোধনে

14

বিক্রি করা গরুর বৈধ কাগজ থাকা সত্ত্বেও মুসলিম ব্যবসায়ীদের মা

15

তুরস্কের স্থাপত্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে ৬০ কোটি টাকার আধ

16

পশ্চিমা ৫ দেশের ইসরায়েলের পরিকল্পনা দখলবিরোধী অবস্থানকে ফিল

17

ধর্মীয় বয়ানে শব্দদূষণবিরোধী বার্তা ছড়িয়ে দিন: আলেমদের প্রতি

18

ফিলিস্তিনি বন্দিদের যৌন নির্যাতনের অভিযোগে ইসরায়েলকে সতর্কবা

19

ইরানি দূতাবাস প্রতিনিধিদলের সঙ্গে খেলাফত মজলিস নেতৃবৃন্দের স

20