পশ্চিমবঙ্গের দুর্গাপুরে চার মুসলিম গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে বেঁধে মারধর করেছে বিজেপি–সমর্থিত একদল দুর্বৃত্ত। বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদের ‘চোরাকারবারি’ ও ‘বাংলাদেশি’ বলে অপমান করা হয়। এই ঘটনায় এখনো রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে গরু পরিবহনকালে চারজন মুসলিম ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে বিজেপি–সমর্থিত একদল লোক। হামলাকারীরা তাদের হাত বেঁধে রাস্তায় ঘোরায় এবং গরু চোরাকারবারির অভিযোগে প্রকাশ্যে মারধর করে। অথচ ভুক্তভোগীরা জানান, তারা বাঁকুড়ার একটি হাট থেকে বৈধভাবে গরুগুলো কিনেছেন এবং কাগজপত্রও তাদের কাছে ছিল।
ঘটনাস্থলটি দুর্গাপুরের একটি থানার মাত্র ২০০ মিটার দূরত্বে হলেও হামলাকারীরা নির্ভয়ে কার্যক্রম চালায়। তাদের মধ্যে কেউ কেউ আক্রান্ত ব্যবসায়ীদের ‘বাংলাদেশি’ বলেও অপবাদ দেয়।
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা পরিজাত গাঙ্গুলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, তারা কেবল গরু চোরাকারবারি ঠেকাতে কাজ করেছেন এবং স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে হামলা করেছে।
তবে পুলিশ বিষয়টিকে গুরুতরভাবে নিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানায়, কৃষিকাজে ব্যবহারের জন্য গরু পরিবহন করছিলেন এমন দুই সংখ্যালঘু ব্যক্তি গতকাল দুর্বৃত্তদের হাতে মার খেয়েছেন। এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন